উমপুন: নদীর চেহারা নিয়েছে রাস্তা, বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের গোসাবার একাধিক গ্রাম
Continues below advertisement
দেখে বোঝা দায়, রাস্তা না নদী। ঘূর্ণিঝড় উমপুনের দাপটে নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের গোসাবা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরুই করতে পারেনি সেচ দফতর। এখনও জলের তলায় বহু গ্রাম। গোসাবার রাঙাবেলিয়া, পুঁইজালি, কালিদাসপুরের অবস্থা শোচনীয়। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর পর্যন্ত। নদী ভাসিয়ে নিয়ে গিয়েছে গৃহস্থালীর জিনিসপত্রও।
Continues below advertisement
Tags :
Gosaba Block In Sundarban West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone Effect Sundarban Cyclone Amphan Abp Ananda