উমপুন: নেটের অভাবে বন্ধ ওয়ার্ক ফ্রম হোম, শিকেয় পরীক্ষার প্রস্তুতি
উমপুনের ৬ দিন পরেও ছন্নছাড়া নেটওয়ার্ক। অফিসের বস থেকে পরিবারের সদস্য, কথা বলা যাচ্ছে না কারও সঙ্গেই। নেট নেই ল্যাপটপে, বন্ধ ওয়ার্ক ফ্রম হোম। শিকেয় উঠেছে পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিও। টুকরো টুকরো এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শহরের বর্তমান পরিস্থিতি।
Tags :
Network Connection Work From Home Amphan Effects Cyclone Amphan Effects Cyclone Effects Amphan Devastation Cyclone Amphan Devastation Amphan Abp Ananda