Amrut Mahotsav: স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের সূচনা করে সংগ্রামী-জওয়ানদের কুর্নিশ মোদির

Continues below advertisement

সবরমতী আশ্রম থেকে ডান্ডি যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্বোধন মঞ্চে মোদি বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে সবরমতী একটি পুণ্যতীর্থ। এই রকম পবিত্র ঐতিহাসিক স্থান দেশের বিভিন্ন অংশে রয়েছে। আজ সেই সব স্থানে একসঙ্গে এই অমৃত মহোৎসবের সূচনা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামের লড়াই, অসংখ্য বলিদানের তেজ আজ সারা দেশে একসঙ্গে আবার জাগরিত হচ্ছে। মহত্মা গাঁধী-সহ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া, নিজেকে বলিদান দেওয়া সকল সংগ্রামীদের প্রণাম জানাচ্ছি। পাশাপাশি দেশের স্বাধীনতার পরও যে জওয়ানরা দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁদের ৭৫ বছরে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য প্রণাম করছি।’ তিনি আরও বলেন, ‘অমৃত মহোৎসবের ৫টি স্তম্ভ আছে, তা স্বাধীনতার ৭৫ বছরে দেশে সামগ্রিক উন্নতির পথের দিশা দেখাবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram