Ananda Live: SSC কাণ্ডে মন্ত্রী-কন্যার পদে চাকরি ববিতাকে, প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতি তদন্তে কী পদক্ষেপ?
Continues below advertisement
এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পরেশের কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেবে পর্ষদ, নির্দেশ হাইকোর্টের।
নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত। অঙ্কিতার জমা দেওয়া প্রায় আট লক্ষ টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা। নির্দেশ হাইকোর্টের।
ডেটারুম সিবিআইয়ের হাতে, ঢোকার অনুমতি দিলেই রিপোর্ট। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জানালেন এসএসসি চেয়ারম্যান। ১৫ জুলাইয়ের মধ্যে তথ্য পেশের নির্দেশ।
কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় ডব্লুবিএসইডিসিএল ও ডব্লুবিপিডিসিএল-এর কর্তাদের বেতন বন্ধের নির্দেশ। কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে, মন্তব্য হাইকোর্টের।
টাকা দিয়েছিলাম শুভেন্দুকে। চিঠি দিয়ে আদালততে জানিয়েছি। সারদা মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিস্ফোরক সুদীপ্ত সেন।
Continues below advertisement