আনন্দ লাইভ : ঝালদা থানার সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই, তবে ফিরতে হল খালি হাতেই ।Bangla NB

Continues below advertisement

রামপুরহাটে রহস্যভেডের চেষ্টায় সিবিআই।  মুম্বাই তেকে ৪ সন্দেহ ভাজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়ন্দা সংস্তা। ধৃতদের নিয়ে আসা হচ্ছে রাজ্যে। বাপ্পা শেখ, সাবু শেখ সহ গ্রেফতার ৪।  এফআইআরে নাম রয়েছে বাপ্পা শেখ, সাবু শেখের। অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ অভিযোগ গ্রামবাসীদের।

ঝালদা থানার সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই। কিন্তু সিসিটিভি ফুটেজ দিতে পারল না থানা। পুরুলিয়া এসপি অফিসে জমা সিসিটিভি ফুটেজ। বিশেষজ্ঞ দল নিয়ে গিয়ে সেই ফুটেজ নেবে সিবিআই। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তপন কান্দুর বাড়িতে গেল সিবিআই। পরে যে জায়গায় খুন করা হয়েছিল তপন কান্দুকে সেই জায়গাতেও যায় সিবিআই। ঝালদা থানাতেও গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল।

১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। আর তার আগেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সমর্থনে রোড শো। রোড শো-তে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় হিন্দের রাজনীতিতে এসেছেন বাবুল। মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে কেন্দ্র হেনস্থা করছে। ইডি-সিবিআই লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করেছে বিজেপি। ইডি-সিবিআইয়ের সঙ্গে সিপিএম কংগ্রেস হল জগাই-মাধাই। নাম না করে কেন্দ্রকে নিশানা অভিষেকের।



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram