আনন্দ লাইভ: 'আমার শপথবাক্য অনুযায়ী যা করা উচিত করব', শীতলকুচি সফর নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পাল্টা রাজ্যপাল

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পাল্টা চিঠি দিলেন রাজ্যপালে। রাজ্যপালের শীতলকুচির সফর ঘিরে তুঙ্গে সংঘাত। "সাংবিধানিক দায়বদ্ধতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।" মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পাল্টা চিঠি রাজ্যপালের। "আমার শপথ বাক্য অনুযায়ী যা করা উচিত সবটাই করব। মানুষ নিদারুণ দুঃখে রয়েছে। এখন তা মোচনের সময়।" মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পাল্টা দুই পাতার চিঠি দিয়েছেন রাজ্যপাল। "প্রথা ভেঙে সরকারকে না জানিয়ে দুর্ভাগ্যজনক পদক্ষেপ। বারবার অনুরোধ অগ্রাহ্য। বিরত থাকুন।" কড়া চিঠি মুখ্যমন্ত্রীর। শীতলকুচির সফরকে প্রতিবাদ করে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর। 

দুর্গাপুর শ্মশানে করোনা আক্রান্তর দেহ সৎকার করা নিয়ে দরদাম! ১০ থেকে ১৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে ৪ হাজার টাকায় দেহ সৎকার করা হয়। অভিযোগ দেহ সৎকারের বরাত পাওয়ায় সংস্থার বিরুদ্ধে। ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ জানানো হয়েছে মহকুমা শাসকের কাছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram