Ananda live: সমাজবাদী পার্টির সমর্থনে দুই দফায় উত্তরপ্রদেশে ভোট প্রচারে যাবেন মমতা । Bangla News

Continues below advertisement


উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোট নিয়ে মমতা-অখিলেশ যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস। কমিশনের নিষেধাজ্ঞার জন্য ভার্চুয়াল বৈঠক করবেন মমতা-অখিলেশ। লখনউয়ে সমাজবাদী পার্টির দফতর ঘিরে রাখা হয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আড়াই হাজার কর্মীর বিরুদ্ধে এফআইআর। প্রধানমন্ত্রীর সভায় চেয়ার ভরছে না, অখিলেশের সভায় ভিড় উপচে পড়ছে। দেশে বিজেপি-বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন অখিলেশের দূত। লখনউয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রথম দফায় গোয়ায় (Goa) তৃণমূলের (TMC) ১১জনের প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকা নিয়ে অভিষেক-পিকের ম্যারাথন বৈঠক। তৃণমূলের প্রার্থী তালিকায় গোয়ার ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী। গোয়া মহারাষ্ট্রবাদী পার্টিকে ১০টি আসন ছাড়ল তৃণমূল। ৪৮ ঘণ্টার মধ্যে বাকি প্রার্থী তালিকা, খবর তৃণমূল সূত্রে। ফাতোরদা থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও লড়ছেন বেনাউলিম থেকে। চার্চিল আলেমাওয়ের মেয়ে ভালাঙ্কা লড়ছেন নভেলিম থেকে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram