Ananda Sakal 2: বিধাননগরে প্রার্থী সব্যসাচী, লড়ছেন আরেক প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীও| Bangla News
৪ পুরসভায় প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে ফেরা সব্যসাচী দত্তকে প্রার্থী করল তৃণমূল। প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী লড়ছেন ২৯ নম্বর ওয়ার্ড থেকে। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আসানসোলের ৫০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক।
২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল। নিয়োগ প্রক্রিয়া প্রত্যাহার না করলে পদক্ষেপের হুঁশিয়ারি আচার্যর। এই নিয়ে রাজ্যপালের নাম না করে খোঁচা দিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর নামে হোয়াটসঅ্যাপ বিতর্কে সৌগত রায়কে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল।
হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে দায় স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল। ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে ত্রুটি সংশোধনের জন্য আবেদনপত্র দাখিল করবেন তিনি।