আনন্দ সকাল (৪) : ১৫ তারিখের পর স্কুল-কলেজ খোলায় সম্মতি কেন্দ্রের, মধ্যপ্রদেশের গ্রামে লাউড স্পিকারে গান গেয়ে বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষিকা

Continues below advertisement
১ অক্টোবর থেকে শুরু হয়েছে আনলক-৫। আর এই পর্যায়ে স্কুল-কলেজ খোলা নিয়ে উদ্যোগী কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তাদের নির্দেশিকায় বলেছে, ১৫ অক্টোবরের পর থেকে খোলা যেতে পারে দেশব্যাপী স্কুল-কলেজ। যদিও শিক্ষাঙ্গনকে জীবাণুমুক্ত রাখতে হবে। এমনকি, অভিভাবকদের লিখিত অনুমতি সাপেক্ষেই একমাত্র পড়ুয়াদের স্কুল বা কলেজের ক্লাস করাতে হবে। সামাজিক দূরত্ববিধি ও মাস্ক বাধ্যতামুলক। এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম। আদিবাসী গ্রামে নেই ইন্টারনেট, কম্পিউটার। তাই লাউড স্পিকারে গান গেয়ে পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষিকা। নাম সারিকা ঘারু। লাউড স্পিকারে গান গেয়ে, বিভিন্ন পোস্টারের মাধ্যমে বিজ্ঞানের মতো বিষয়কে সহজ করে তোলার প্রয়াস করছেন তিনি। সারিকা এই উদ্যোগের নাম দিয়েছেন তোলা টিচিং। পড়ুয়াদের জন্য টুল,মাদুর, পোস্টার, মাইক সবই নিজের খরচে জোগাড় করেছেন ওই শিক্ষিকা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram