আনন্দ সকাল(৪): মণীশ খুনে শার্প শ্যুটারদের আশ্রয় ! গ্রেফতার সুবোধ যাদব নামের এক ব্যাক্তি, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

বিজেপির নবান্ন অভিযান ঘিরে গতকাল উত্তাল ছিল কলকাতা ও হাওড়ার একাধিক এলাকা। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে কোচবিহারে বিজেপির পাঁচ নেতা যোগ দিলেন তৃণমূলে। দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। দলত্যাগী নেতাদের দাবি, বিজেপির জেলা সভানেত্রীর স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই তাঁরা দল ছেড়েছেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি।


পাশাপাশি বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় ব্যক্তিকে সিআইডি গ্রেফতার করেছে শার্প শ্যুটারদের আশ্রয় দেওয়ার অভিযোগে। ব্যারাকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের উদ্ধার করে সোদপুরের বাড়ি থেকে খোঁজ মিলল একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি মোটরবাইকের। বিপুল টাকায় ভাড়া করা অ্যাম্বুল্যান্স বিকল হয়ে রোগীর মৃত্যু। বর্ধমানে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর, উত্তেজনা। অ্যাম্বুল্যান্সের বিপুল ভাড়ার অভিযোগ খারিজ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। তদন্তের আশ্বাস স্বাস্থ্য দফতরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram