Ananda Sakal (Seg 1): দুই ২৪ পরগণায় কোভিডের দাপাদাপি, নমুনা সংগ্রহের জন্য পৃথক দল গঠন| Bangla News
দুই ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দুটি বিশেষ দল গঠন করল স্বাস্থ্য দফতর। প্রতিটি দলে ৪ জন করে মেডিক্যাল টেকনোলজিস্ট থাকবেন। উত্তর ২৪ পরগনার দলটি প্রস্তুত থাকবে বিধাননগর হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার দলটিকে এম আর বাঙুর হাসপাতালে প্রস্তুত থাকবে।
কনকনে শীতের মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আগামী দু’দিন রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পৌষের শেষে রাজ্যে এই অকাল বর্ষণ।
মাত্র সাত মাসের ব্যবধান। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ১ লক্ষ পেরিয়ে গেল। উদ্বেগ বাড়িয়ে ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। সূত্রের খবর, রাজ্যে যত নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার ৭০ শতাংশই ওমিক্রন। দেশের মতো, রাজ্যেও দ্রুত বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পার করেছে।