Ananda Sakal (Seg 3): করোনা সংক্রমণের হার বাড়লেও বিভিন্ন জায়গায় দেখা গেল অসচেতনতার ছবি । Bangla News

Continues below advertisement

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর শোভাবাজার পুরনো কাপড়ের হাট। সাতসকালে দেখা গেল অসচেতনতার ছবি। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। কয়েক মিনিটের দূরত্বে গিরিশ পার্ক থানা। যদিও পুলিশের নজরদারি চোখে পড়েনি।


কোভিড বিধি উপেক্ষা করে বারাসাতের বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই সাংস্কৃতিক অনুষ্ঠান। অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। গতকাল বাদু পুলিশ ফাঁড়ির কাছেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি কী করে মিলল, উঠছে প্রশ্ন। উদ্যোক্তাদের দাবি, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান, তাই বাতিল করা যায়নি। কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনেই সব আয়োজন করা হয়েছে।

হোম আইসোলেশনের নিয়ম বদল করল স্বাস্থ্য মন্ত্রক। রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram