Ananda sakal (Seg 3) : এবার হোয়াটসঅ্যাপেই পুলিশে অভিযোগ, করোনা আবহে নয়া উদ্যোগ লালবাজারের| Bangla News

Continues below advertisement

সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে আগামী ২ মাস ধর্মীয় কিংবা রাজনৈতিক প্রচার বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্বাচনী এলাকায় জারি হয়েছে একগুচ্ছ বিধি নিষেধ। সংক্রমণ রুখতে এই কড়াকড়ি সহায়ক হবে বলে মনে করছেন চিকিৎসকরা।


অভিযোগ জানাতে যেতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অভিযোগ। করোনাকালে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। প্রয়োজনে করা যাবে অডিও মেসেজ। সেই মেসেজের ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হবে। কলকাতার সব থানায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে লালবাজারের (Lalbazar) নির্দেশিকা।


গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে পুরসভা। সেই পরীক্ষায় কারও কারও রিপোর্ট পজিটিভও আসছে। কিন্তু তাতে বাবুঘাট বা আউট্রাম ঘাটের আস্তানার পুণ্যার্থীদের হেলদোল নেই। জেলা প্রশাসনের তরফে অবশ্য বিধি মেনে গঙ্গাস্নানের আয়োজন করতে চেষ্টায় খামতি নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram