Ambani Wedding: বিয়ের দিনই কন্যাদানের নিয়মের মাহাত্ম্য বর্ণনা করলেন নীতা আম্বানি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ১২ জুলাই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ের দিনই কন্যাদানের নিয়মের মাহাত্ম্য বর্ণনা করলেন নীতা আম্বানি। তাঁর কথায়, এই রীতি দুই পরিবারের মিলনের প্রতীক,  যেখানে এক পরিবারের পুত্র প্রাপ্তি হয়, অপর পরিবারের কন্যা প্রাপ্তি।  এদিন তিনি হিন্দু সংস্কৃতিতে কন্যা সন্তানদের গুরুত্ব ব্যক্ত করেন। একইসঙ্গে হিন্দু দর্শন যে ভীষণভাবে স্ব-সংস্কারমূলক সেই কথাও তুলে ধরেন।যা সময়ের সঙ্গে সঙ্গে নারীদের শ্রদ্ধা   ও সম্মান করতে শেখায়।

লোকসভায় ভরাডুবির পর, বিধানসভা উপনির্বাচনে হোয়াইট ওয়াশ। একের পর এক ভোটে পরাজয়ের পর দলে যখন ডামাডোলের পরিস্থিতি, তখন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, 'CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব। সেটা আর হবে না। পরিশ্রম করে সংগঠন তৈরি করলে, তবেই জিতবেন।' পাশাপাশি, অর্জুন সিং বলছেন, 'কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার এই বিনীত গোয়েলের সঙ্গে বসে, লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram