Andhra Pradesh: ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় ।Bangla News
Continues below advertisement
অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) ফের রাসায়নিক কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। এলুরুর একটি কারখানায় নাইট্রিক অ্যাসিড চুইঁয়ে বাইরে বেরিয়ে আসার ফলে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর রিয়্যাক্টর ফেটে আগুন ধরে যায়। আগুনে ঝলসে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের সকলেই বিহার থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। মৃত ও আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Blast Accident Andhra Pradesh ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Checmical Factory Chemical Leakage Chemical Blast Blast In Factory