Sera Bangali:'ওনলি ফিশ' থেকে লন্ডনের ‘চৌরঙ্গি’র প্রতিষ্ঠাতা,বাণিজ্যে সেরা বাঙালি অঞ্জন চট্টোপাধ্যায়
Continues below advertisement
ABP Ananda LIVE: বাঙালি নাকি বাণিজ্য বিমুখ ! এই প্রচলিত কথাকে বারবার ভুল প্রমাণিত করেছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম অঞ্জন চট্টোপাধ্যায়। স্পেশ্যালিটি রেস্তঁরা লিমিটেডের প্রতিষ্ঠাতা-কর্তা তিনি। তাঁর ছাতার তলায় গড়ে উঠেছে ‘মেনল্যান্ড চায়না’, ‘ওহ! ক্যালকাটা’র মতো বড় বড় ব্র্যান্ড। দেশ ছাড়িয়ে তাঁর গরিমা এখন বিদেশেও। এবিপি লাইভে মন খুললেন বাণিজ্যে সেরা বাঙালি অঞ্জন চট্টোপাধ্যায় ( Anjan Chatterjee ) । বাঙালির কৃতিত্বকে এবিপি আনন্দর কুর্নিশ৷ সাহিত্য-সঙ্গীত-অভিনয় থেকে ক্রীড়া-শিল্পকলা-বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্রকে প্রতিভার আলোয় আলোকিত করেছেন যাঁরা, সীমার মাঝেও যাঁরা অসীম, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের নজির গড়ে যাঁরা শীর্ষে, সেই সব কৃতী বাঙালিকে সম্মান জানিয়ে সম্মানিত এবিপি আনন্দ।
Continues below advertisement