Ankiti Basu: সিইও তথা সহ প্রতিষ্ঠাতা অঙ্কিতি বসুকে সাসপেন্ড করল সিঙ্গাপুরের ফ্যাশন ই কর্মাস সংস্থা জিলিঙ্গো। Bangla News

Continues below advertisement


সিইও তথা সহ প্রতিষ্ঠাতা অঙ্কিতি বসুকে সাসপেন্ড করল সিঙ্গাপুরের ফ্যাশন ই কর্মাস সংস্থা জিলিঙ্গো। অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ ওঠার পরেই সাসপেন্ড করা হল অঙ্কিতিকে, জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অঙ্কিতির পক্ষ থেকে। শেয়ার হোল্ডার এবং বোর্ড সদস্যদের কাছে আসা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে ফ্যাশনের ই কর্মাস সংস্থা জিলিঙ্গো। সংস্থার অ্যাকাউন্ট নিয়ে গতমাসেই প্রশ্ন তোলে সংস্থার লগ্নিকারী টেমাসেক হোল্ডিংস, সিকোইয়া ক্যাপিট্যাল ইন্ডিয়া। তারপরেই এই সিদ্ধান্ত। ২০১৫-য় ধ্রুব কপূরকে নিয়ে জিলিঙ্গো প্রতিষ্ঠা করেন অঙ্কিতি। 
ব্যবসা শুরু করেছিলেন মাত্র ২১ লক্ষ টাকা নিয়ে। মাত্র চার বছরে তা ফুলেফেঁপে দাঁড়াল ৯ হাজার ৮০০ কোটিতে। মাত্র সাতাশ বছর বয়সে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অঙ্কিতি। কিন্তু মাত্র ৭ বছরের মধ্যে নিজের সংস্থার অ্যাকাউন্ট নিয়েই প্রশ্নের মুখে সাসপেন্ড হতে হল অঙ্কিতিকে।২০২০ এবং ২০২১-এ বার্ষিক রিটার্ন পেশ করা হয়নি, এমনই অভিযোগ উঠেছে জিলিঙ্গোর বিরুদ্ধে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram