Ananda Sokal: ছাত্রদের দাবি মেনে অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন নোবেলজয়ী ইউনুস
Bangladesh News: বাংলাদেশে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা চায়, নতুন সরকারে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকুক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম জানান, তাঁরা চান, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার। কিন্তু ইউনুস কী চান, জানালেন এবিপি লাইভকে। ইউনুস নাকি দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাই কি? প্যারিস থেকে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন নোবেল জয়ী। ইউনুস বলছেন, বাংলাদেশের ভবিষ্যত সুরক্ষিত করার একমাত্র সমাধান হল গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। হাসিনার শাসনের দীর্ঘকাল এমনভাবে ভোট হত না, অভিযোগ অর্থনীতিবিদের। দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা। বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী গ্রেফতার,বিমানবন্দরেই গ্রেফতার হাসান মাহমুদ। অশান্ত ওপার বাংলা, এপারে উদ্বেগ, সক্রিয় বিএফএফ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিএসএফ ।