'শুক্র-শনি কোনও লকডাউন নয়', পার্টি অফিসে বসেই জেলা প্রশাসনের উল্টো ঘোষণা অনুব্রতর!
Continues below advertisement
ফের বিতর্কে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত লকডাউনের ঘোষণা জেলা প্রশাসনের। কিন্তু অনুব্রত মণ্ডলের ঘোষণা কোন লকডাউনই হবে না শুক্র ও শনিবার। এনিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা।
Continues below advertisement