অনুব্রত মণ্ডলের কর্মিসভা: 'আদিবাসী বলে আমার কথা পঞ্চায়েতে শোনা হয় না' বলতেই কেড়ে নেওয়া হল মহিলা তৃণমূল কর্মীর মাইক্রোফোন

Continues below advertisement

সিউড়িতে ফের অনুব্রত মণ্ডলের কর্মিসভাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসা মহিলার কাছ থেকে কেড়ে নেওয়া হল মাইক্রোফোন। শোনা হল না অভিযোগ।

দলের নেতার বিরুদ্ধে মুখ খোলায় মহিলা তৃণমূল কর্মীর মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হল মাইক্রোফোন... অনুব্রত মণ্ডলের সভায় একই ঘটনার পুনরাবৃত্তি।
ঘটনাস্থল আবারও সেই সিউড়ি।

শুক্রবার ছিল সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূলের বুথ ভিত্তিক কর্মীসভা।

সেখানেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে তৃণমূল পরিচালিত নগরী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দলের এক মহিলা কর্মী। 

গত ৩ সেপ্টেম্বর, সিউড়ি ২ নম্বর ব্লকে, অনুব্রতর সভায় রাস্তা খারাপের অভিযোগ তোলায় তৃণমূলকর্মীর সঙ্গে ঘটে একই ঘটনা। তাঁরও মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram