কলকাতা পুরসভায় প্রশাসক পদে নিয়োগ রাজ্যের, ফের সংঘাতে রাজ্য ও রাজ্যপাল
Continues below advertisement
করোনা আবহে পুরভোট সম্ভব না বলেই আগেই ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শেষ হল কলকাতা পুরসভার মেয়াদ। এই পরিস্থিতিতে পুরসভা চালাতে বোর্ডস অফ এডমিনিস্ট্রেটরস নিয়োগ করে রাজ্য। যা নিয়ে ফের সংঘাতে বাধে রাজ্য ও রাজ্যপালের। তাঁকে না জানিয়ে কেন প্রশাসক পদে নিয়োগ করা হল, এ নিয়ে টুইটে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
Continues below advertisement
Tags :
Board Of Administrator Kolkata Mayor Kolkata Municipal Corporation Firhad Hakim Abp Ananda Kmc