Congress Working Committee: বছর ঘুরলেই লোকসভা ভোট, নতুন ওয়ার্কিং কমিটি গড়ল কংগ্রেস। ABP Ananda Live

Continues below advertisement

বছর ঘুরলেই লোকসভা (Parliament Election) ভোট। তার আগে চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা (Assembly Election) ভোট হওয়ার কথা। এই প্রেক্ষাপটেই নতুন ওয়ার্কিং কমিটি গড়ল কংগ্রেস (Congress Working Committee)। সেখানে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী (Sonia Gandhi), মনমোহন সিং, রাহুল গান্ধীর (Rahul Gandhi) পরই, ৫ নম্বরে নাম রয়েছে লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সিও। অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সি, দু-জনেই তৃণমূলের প্রবল বিরোধী মুখ হিসেবে পরিচিত। তবে বিরোধীদের জোট 'ইন্ডিয়া' গঠনের পর থেকে, তৃণমূলের প্রতি কিছুটা সুর নরম করতে শোনা যায় অধীরকে। এমনকী, লোকসভায় প্রধানমন্ত্রীকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করায়, তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করার পর তৃণমূলকেও পাশে দাঁড়াতে দেখা গেছে। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন অধীর। অন্যদিকে সম্প্রতি কংগ্রেসের তরফে ত্রিপুরা ও হিমাচলপ্রদেশের ভোটে দলের পর্যবেক্ষক হিসেবে দীপা দাশমুন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে হিমাচলে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়েছে কংগ্রেস। এবার দীপা দাশমুন্সিকে ওয়ার্কিং কমিটিতে আনল দল। ওয়ার্কিং কমিটিতে নাম রয়েছে সভাপতি নির্বাচনে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী তারুর এবং রাজস্থানের সচিন পায়লটের নামও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram