দিল্লি-হিংসাকাণ্ডে মোদিকে নিয়ে ফেসবুকে পোস্ট করে শিলচরে গ্রেফতার বাঙালি অধ্যাপক -- দেখুন সকালের হেডলাইন‍্‍স

Continues below advertisement
১। সুতো নিয়ে তদন্তের মধ্যেই এনআরএসে এবার সদ্যোজাতের মৃত্যু। নিম্নমানের সুতোর জন্য সেলাইয়ে সংক্রমণ, অভিযোগ পরিবারের। মুখে কুলুপ হাসপাতালের।

১এ। এনআরএসে অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের অভিযোগ। নথিভুক্ত ঠিকানাতেই নেই সরবরাহকারী সংস্থা। গুণমান খতিয়ে দেখে পদক্ষেপ, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

২। আদালতের কড়া বার্তার পরও দিল্লিতে ফের উস্কানি। শান্তি ফেরানোর দাবিতে বিজেপি নেতার মিছিলেই গোলি মারো স্লোগান।

৩। দিল্লির অশান্তির আবহেই আজ কলকাতায় অমিত শাহ। শহিদ মিনারে সভার পরে নেতৃত্বের সঙ্গে বৈঠক। প্রতিবাদের প্রস্তুতি বিরোধীদের। দেখে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির।

৪। ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বেহালায় বাধার মুখে ২ বিজেপি সাংসদ। প্রতিবাদে থানা ঘেরাও। অশান্তির আশঙ্কায় পদক্ষেপ, দাবি পুলিশের।

৫। সিএএ-বিরোধী বিজ্ঞাপন নিয়েও এবার সংঘাত। কার অনুমতিতে জনগণের টাকায় রাজনৈতিক প্রচার? তথ্য-সংস্কৃতি সচিবকে দেওয়া চিঠি প্রকাশ্যে আনল রাজভবন।

৬। দিল্লিতে অশান্তি, পুলিশ খুঁজছে শুধু তাহিরকেই। ট্যুইট করে বিজেপির নিশানায় জাভেদ। সাম্প্রদায়িক বলে খোঁচা বাবুলের। হাসি পাচ্ছে, পাল্টা জবাব জাভেদের।

৭। দিল্লি-হিংসাকাণ্ডে মোদিকে নিয়ে ফেসবুকে পোস্ট। শিলচরে বাঙালি অধ্যাপক গ্রেফতার। দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি, হুঙ্কার দিলীপের। অসহিষ্ণুতা স্পষ্ট, পাল্টা বিরোধীরা।

৮। মুর্শিদাবাদে উদ্ধার বীরভূমের তৃণমূল নেতার মৃতদেহ। খুনের পর দেহ পুড়িয়ে লোপাটের চেষ্টা বিজেপির, অভিযোগ পরিবারের। অস্বীকার গেরুয়া শিবিরের।

৯। পুরভোটের আগে কলকাতাবাসীর জন্য সুখবর। সম্পত্তির বকেয়া কর যতই হোক না কেন, ৬ বছর মেটালেই ছাড়, ‘টক টু মেয়রে’ ঘোষণা মেয়রের।
সম্পত্তি করে বিপুল ছাড়

১০। ভর দুপুরে হাওড়া জেলে তুলকালাম। ছাদে উঠে কাটমানি-দৌরাত্ম্যের পোস্টার দিয়ে আত্মহত্যার হুমকি বন্দির। পুলিশ-দমকলের চেষ্টায় নামানো হল ৫ ঘণ্টা পরে।
জেলেও ‘কাটমানি’, বন্দির হুমকি

১১। ১৮ বছরের লড়াইয়ের পর দোহায় আমেরিকা-তালিবান ঐতিহাসিক চুক্তি। আফগানিস্তানে সন্ত্রাস বন্ধ হলে ১৪ মাস পর থেকেই সরবে মার্কিন সেনা। জানালেন বিদেশ সচিব।
আমেরিকা-তালিবান চুক্তি

১২। মহিলাদের টি-20 বিশ্বকাপে ফের বিধ্বংসী শেফালি। গ্রুপ লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পরপর চার ম্যাচে জয় ভারতের। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা রাধা।

১৩। সিএএ নিয়ে সংঘাতের মধ্যেই আজ কলকাতায় অমিত শাহ। শহিদ মিনারে সভা। প্রতিবাদের পরিকল্পনা বাম-কংগ্রেসের। হুঁশিয়ারি বিজেপির। প্রতিমুহূর্তের খবর সবার আগে, দিনভর।

দেখুন আরও খবর -- সকালের হেডলাইন‍্‍স।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram