উমপুনে কলকাতায় ভেঙে পড়া গাছগুলি পুনঃস্থাপিত করার চেষ্টা করা হবে: ফিরহাদ হাকিম
Continues below advertisement
কলকাতার ফুসফুস বলে পরিচিতি রবীন্দ্র সরোবরকে কার্যত ছারখার করে দিয়েছে উমপুন। ব্যাপক ক্ষতি হয়েছে সবুজের আরেক ঠিকানা সুভাষ সরোবরেরও। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। যাদের কারও বয়স ৫০ বা তারও বেশি। কলকাতা পুরসভা সূত্রে খবর, শুধু কলকাতার রাস্তায় ভেঙে গিয়েছে সাড়ে ৫ হাজার গাছ। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে কটা গাছ ভেঙে পড়েছে তার হিসেব করা যায়নি। এই পরিস্থিতিতে শহরের যে পরিমাণ সবুজ ধ্বংস হল, তার ক্ষতিপূরণ করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিশেষজ্ঞদের বলা হয়েছে, যাতে গাছগুলিকে বাঁচানো যায়। ভেঙে পড়া গাছগুলি পুনঃস্থাপিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
Continues below advertisement
Tags :
Subhas Sarobar Amphan Cyclone Path Amphan Cyclone Updates Amphan Cyclone News Amphan Updates Amphan Effect Amphan RABINDRA SAROBAR Firhad Hakim Abp Ananda Amphan Cyclone Meaning