সরকারি নির্দেশিকা মেনে কলকাতায় পথে নামল অটো, যাত্রী সংখ্যা কমে দুই, বাড়ল ভাড়া
Continues below advertisement
আজ থেকে শুরু হয়ে গেছে অটোর চলাচল। রাস্তায় লোকজন কম। হাজরা রোডে দাঁড়িয়ে রয়েছে অটো। অটো চালকরা জানাচ্ছেন, তারা আজ থেকে অটো রাস্তায় নামিয়েছেন। অটোয় তাঁরা ২জন করে যাত্রী নিচ্ছেন। অটো চালকরা জানান, ২৭ তারিখ থেকে সরকার থেকে নির্দেশিকা দিয়েছ অটো চালানোর জন্য। অটো চালকরা ব্যবহার করছেন মাস্ক এবং স্যানিটাইজার। আগে ভাড়া ছিল ৮-১০ টাকা এখন ভাড়া বেড়ে হয়েছে ১০-১৫ টাকা। অটো চালকরা জানিয়েছেন সন্ধে ৬:৩০টার মধ্যে অটো চালানো বন্ধ হয়ে যাবে।
Continues below advertisement
Tags :
Hajra Coronavirus Cases Coronavirus In India Coronavirus India Auto Abp Ananda Coronavirus Update