Ayodhya: অযোধ্যায় লতা মঙ্গেশকর চকে মধ্যপ্রদেশ থেকে বাইক চালিয়ে এসেছেন বাওয়ান্দার বাবা
Continues below advertisement
Lata Mangeshkar Chowk: অযোধ্যায় (Ayodhya) লতা মঙ্গেশকর চকে (Lata Mangeshkar Chowk) মধ্যপ্রদেশ (Madhyapradesh) থেকে মোটর সাইকেল চালিয়ে এসেছেন বাওয়ান্দার বাবা। কয়েকশো কিলোমিটার পার করে তিনি এখানে এসেছেন। লতা মঙ্গেশকর চকে প্রচুর মানুষের ভিড়। সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নব নির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ২২ তারিখ উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হবে। পালন করা হবে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার ABP Ananda LIVE
Continues below advertisement