Bangladesh Chaos: নৈরাজ্যের বাংলাদেশ। জেল ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেরার ৭৮ জঙ্গি এখনও অধরা
ABP Ananda Live: নৈরাজ্যের বাংলাদেশ, জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনও ঘুরছে বাংলাদেশে। বাংলাদেশের একের পর এক জেল ভেঙে বুক ফুলিয়ে ঘুরছে একাধিক বন্দি। ৬ আগস্ট সকালে কাশিমপুর হাই সিকিওরিটি জেল থেকে পালিয়ে যায় ১৯৯ জন জঙ্গি। নরসিংদি জেলা কারাগার থেকে ৮২৬ জন বন্দি উধাও। জেল থেকে লুঠ হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজারের বেশি কার্তুজ। এখনও ঠিক কতজন জেলবন্দি আসামী পালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় জেল কর্তৃপক্ষ। কুষ্টিয়া জেল থেকেও পালিয়েছে ৮৭ জন বন্দি। সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়েছে ৮৭ জন আসামীয শেরপুর জেলা কারাগার ফাটক ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। পালানোর আগে বহু জেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
রাস্তাই কি ফের রাস্তা দেখাবে? আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের কি শুরু হতে চলেছে আন্দোলন? ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই ঘটনাই যেন ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে। প্রশ্ন উঠছে, যে সিবিআই দাঁড়িয়ে সন্দীপ ঘোষ-সহ ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে, তারপরেও কীভাবে জামিন পেয়ে যেতে পারেন তাঁরা? এই অবস্থায় ফের একবার পথে নামছে চিকিৎসক-সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।