Bangladesh:কাল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে আজ ফের উত্তেজনা সৃষ্টির চেষ্টায় BNP

Continues below advertisement

ABP Ananda Live: আগামীকাল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল BNP-র ৩ সংগঠন। পাশাপাশি, ভারতীয় হাই কমিশনে স্মারকলিপিও জমা দেবে BNP-র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদেই BNP-র ৩ শাখা সংগঠনের এই কর্মসূচি বলে বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। 

বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক। '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। 

ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?                

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram