Bangladesh:আলিপুরদুয়ার থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প!টার্গেট ছিল চিকেনস নেক?

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে, সম্প্রতি যে হুমকি বারবার শোনা গেছে, তা হল চিকেনস নেক কেটে দেওয়ার। গোয়েন্দাদের অনুমান, এই হুমকি স্রেফ ফাঁকা আওয়াজ ছিল না। বরং তা কার্যকর করতে জঙ্গিরা একেবারে পরিকল্পনামাফিক এগোচ্ছিল। কারণ, অসমের যে জায়গায় জঙ্গি-ঘাঁটির হদিশ মিলেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। তদন্তে জানা গেছে, নুর ইসলাম মণ্ডল নামে ধৃত এক জঙ্গি একাধিকবার বৈঠক করতে এসেছিল আলিপুরদুয়ারের ফালাকাটায়। এই জায়গাও চিকেনস নেকের কাছেই। সম্প্রতি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার থেকে এসটিএফের আইজি গৌরব শর্মাও দাবি করেছেন, জঙ্গিদের টার্গেট ছিল চিকেনস নেক। ভারতের নিরাপত্তার দিক থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর-পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram