Bangladesh: কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস।
ABP Ananda Live: কলকাতায় পর্দাফাঁস হয়েছে বিরাট পাসপোর্ট জালিয়াতি চক্রের। পুলিশ সূত্রে দাবি, এই চক্রের জালিয়াতরা পাসপোর্টের জন্য় প্রয়োজনীয় সমস্ত নথি জাল করে বানিয়ে দিত। অর্থাৎ জন্মের শংসাপত্র, পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট--- সবই জাল করা হত। এই প্রেক্ষাপটে অনেকে বলছেন, পাসপোর্টের জন্য় পুলিশ ভেরিফিকেশনে, নথির সামান্য় এদিক ওদিক হলে, বিস্তর ছুটোছুটি করতে হয়--- এমন অভিজ্ঞতা বিরল নয়। তাহলে এত লোকের, এত জাল নথি সেই পুলিশ ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কীকরে?
৫ অগাস্টের পর থেকে, বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দি এখনও পলাতক। যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট....নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন।