Bangladesh News: কলকাতা থেকে জেলায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র, ক্রমশ বাড়ছে গ্রেফতারের সংখ্যা

Continues below advertisement

ABP Ananda Live: কলকাতা থেকে জেলায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র। ২-৫ লক্ষ টাকা ফেললেই, হাতে ভারতীয় পাসপোর্ট। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতারের সংখ্যা ক্রমশ বাড়ছে। বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার! ৩ হাজার নথি জাল, সন্দেহ পুলিশের। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, বাড়ছে সন্দেহ।

আরও কাছাকাছি এল ঢাকা-ইসলামাবাদ। ২০১৫ সালে পাকিস্তানের থেকে সাহায্য না নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বিজ্ঞপ্তি জারি করে বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বাংলাদেশে ভারত বিদ্বেষ আবহের সুযোগ নিমেশে লুফে নিয়েছে পাকিস্তানও। কখনও পারমানবিক বোমার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে সাহায্যের কথাও বলেছেন পাকিস্তানের কট্টরপন্থী নেতা। কখনও আবার তাতে উৎসাহিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। এসবের পাশাপাশি, সম্প্রতি পাকিস্তানের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে, ভারতের সমালোচনায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ডিন শাহীদুজ্জামান। তিনি বলেন, "ইসলামের সবথেকে বড় শত্রু হিন্দু, যারা সবসময় ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা চালিয়ে গেছে। ভারত ক্রমাগত উপমহাদেশের ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram