Bangladesh:অশান্ত বাংলাদেশ,তার জেরেই বাংলাদেশের হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়ে ভারতে চলে আসার চেষ্টা করছে
ABP Ananda Live: অশান্ত বাংলাদেশ এবং তার জেরেই বাংলাদেশের হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়ে ভারতে চলে আসার চেষ্টা করছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত ভাবে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলায় জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সিবিআই-এর মামলা চলছে এখনও । তাই এখনই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোনো সম্ভব নয় !
ইডির করা মামলায় পার্থকে জামিন দিলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালীই। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য একেবারে সময় বেঁধে দিল শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। তারপর জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি । তাই আগামী ১ ফেব্রুয়ারির আগে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির আশা ক্ষীণ। পাশপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি।