Bangladesh MP Death: কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়ে গেলেন বাংলাদেশের সাংসদ? ABP Ananda Live

Continues below advertisement

কলকাতায় (Kolkata) চিকিৎসা করাতে এসে খুন হয়ে গেলেন বাংলাদেশের (Bangladesh) সাংসদ? নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে আনোয়ার-উল-আজিম ছিলেন, সেখানে মিলেছে রক্তের দাগ। এখনও খোঁজ মেলেনি তাঁর। উদ্ধার হয়েছে সাংসদের ব্যবহার করা গাড়ি। এই ঘটনায় বাংলাদেশে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে আসেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ার-উল-আজিম। ২ ব্যক্তিকে নিয়ে বরানগরে গোপাল বিশ্বাস নামে এক পরিচিতর বাড়িতে যান। ১৩ মে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আনোয়ার-উল-আজিমের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না তাঁর পরিবার। এর দিন তিনেক পর বরানগর থানায় মিসিং ডায়েরি করেন সাংসদের পরিচিত গোপাল বিশ্বাস।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ২ ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে ওঠেন আনোয়ার-উল-আজিম। পুলিশ সূত্রের খবর, ২ বার গাড়ি পাল্টে নিউটাউনের অভিজাত আবাসনে পৌঁছন তিনি। সেখানে ৩ জনের সঙ্গে ওই ফ্ল্যাটে ঢোকেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram