Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদ খুনে সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী

বাংলাদেশের সাংসদ খুনে সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী। ধৃতের নাম সিয়াম হোসেন। বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। গোটা ঘটনার পরিকল্পনা করে সিয়াম হোসেন, সিআইডি সূত্রে খবর। ঘটনার পর ধর্মতলা থেকে বাস ধরে বিহার হয়ে নেপাল পালায় অভিযুক্ত, সিআইডি সূত্র খবর।

ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 'পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। কাঠিবাজি তো হয়েছেই। আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না। নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি। কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন। সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে।' ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল দিলীপের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola