Suvendu Adhikari: 'গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের দখলে', বিস্ফোরক শুভেন্দু

Continues below advertisement

Bangladesh News: বাসন্তী এক্সপ্রেসওয়ে ও কামালগাজি থেকে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের দখলে। বাংলায় জঙ্গি অনুপ্রবেশের রুট উল্লেখ করে বিস্ফোরক শুভেন্দু। কেন্দ্রীয় গোয়েন্দাদের বলুন, পাল্টা কুণাল। ফের পুলিশকে শাসকের শাসানি! বিধায়ক বলছেন নপুংসক, চুড়ি পরানোর হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি । মঙ্গলকোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাঁখের করাতে পুলিশ! তৃণমূলের ব্যানার পোড়ানোয় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশকে নপুংসক বলে আক্রমণ । শাগরেদদের সঙ্গে নিয়ে পুলিশকে আক্রমণ মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর । বিধায়কের সামনেই পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান । দুপুর ১টার মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে পুলিশকে চুড়ি পরানোর হুঁশিয়ারি। 

 

শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির । কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে । একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন । তার জেরেই হামলার পরিকল্পনা, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর ।  বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকত-উল-জিয়াদ-আল-ইসলামি ও হিজাব-উদ-তাহিরের পরিকল্পনা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর । ৩ জন বাংলাদেশি দুষ্কৃতীকে হামলার দায়িত্ব, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram