Bangladesh News: ব্রিটেন হাইকমিশনার মিস সারাহ কুকের সাথে বৈঠক জামাতের, নেপথ্যে অন্য সমীকরণ?

Continues below advertisement

Bangladesh Update: বাংলাদেশ নিযুক্ত ব্রিটেন হাইকমিশনার মিস সারাহ কুকের সাথে হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের।রোববার দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিস সারাহ কুকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জানা গেছে, কয়েক দিন আগেই বৃটিশ পার্লামেন্ট-এর এক সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃটিশ পার্লামেন্ট-এর ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, আজ বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের বাসায় যায় বিএনপির প্রতিনিধি দল। কুকের আমন্ত্রণের মধ্যাহ্ন ভোজে বিএনপি’র একটি প্রতিনিধিদল অংশ নেয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram