Bangladesh Live: বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী গ্রেফতার, বিমানবন্দরেই গ্রেফতার হাসান মাহমুদ

Continues below advertisement

Bangladesh News: দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা। বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী গ্রেফতার,বিমানবন্দরেই গ্রেফতার হাসান মাহমুদ। অশান্ত ওপার বাংলা, এপারে উদ্বেগ, সক্রিয় বিএফএফ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিএসএফ । নদিয়া সীমান্তের গ্রামবাসী, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা, কী হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভবিষৎ? অশান্ত বাংলাদেশ সেনার দখলে, রাতভর অশান্তি, সংঘর্ষের খবর। একদিনে বাংলাদেশে নিহত ১৩৫। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার। রাতে শেরপুর জেলে হামলা জনতার, জেল ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। উধাও হওয়া বন্দিদের মধ্যে আছে অন্তত ২০ জন জঙ্গি, খবর সূত্রের। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলোয়। ফেনি, লক্ষ্মীপুরে আওয়ামি লিগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। 'জনরোষের মুখে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়াকে মানতে পারছেন না আওয়ামি লিগের নেতা-মন্ত্রীরা'। শেষ সময়েও বলপ্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। কী হয়েছিল বাংলাদেশে, তা জানতে রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত তদন্তের আবেদন ব্রিটেনের। যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram