Sare Sattai Saradin: খাগড়াগড় বিস্ফোরণে জেলবন্দি তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF
Bangladesh: খাগড়াগড় বিস্ফোরণে জেলবন্দি তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF। বঙ্গে কতদূর ছড়িয়ে ABT-র মডিউল? আনসারুল্লার বাংলার বাড়বাড়ন্তে JMB-র কী ভূমিকা? জানতে চান তদন্তকারীরা। বহরমপুর জেলে বসেই সন্ত্রাসের জাল? মেন্টর তারিকুল? ধৃত সাজিবুল-মুস্তাকিনের মুখোমুখি বসিয়ে খাগড়গড়কাণ্ডে সাজাপ্রাপ্তকে জেরার সম্ভাবনা।
আরও খবর,
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:
এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।