Chhok Bhanga Chota: জেলে বসেই জঙ্গি সংগঠন পরিচালনা? কেন টের পেলনা পুলিশ? ABP Ananda live

Continues below advertisement

Bangladesh News: খাগড়াগড় বিস্ফোরণে জেলবন্দি তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF। বঙ্গে কতদূর ছড়িয়ে ABT-র মডিউল? আনসারুল্লার বাংলার বাড়বাড়ন্তে JMB-র কী ভূমিকা? জানতে চান তদন্তকারীরা। বহরমপুর জেলে বসেই সন্ত্রাসের জাল? মেন্টর তারিকুল? ধৃত সাজিবুল-মুস্তাকিনের মুখোমুখি বসিয়ে খাগড়গড়কাণ্ডে সাজাপ্রাপ্তকে জেরার সম্ভাবনা। ঘাঁটি গেড়ে থাকতে হবে সীমান্তবর্তী এলাকা। বাড়াতে হবে স্লিপার সেল। জাল ছড়াতে হবে দক্ষিণ ভারতেও। নির্দেশ এসেছিল ধৃত ABT জঙ্গিদের কাছে। মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের টার্গেট পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা? ৩ রাজ্যে কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল। দক্ষিণ ভারতেও লোক পাঠানো শুরু হয়েছিল। সেই সূত্রেই কেরলে গেছিল শাদ রাডি, খবর সূত্রের। অ্যাক্টিভ দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। রাজধানীতে জালে আরও ৯ অনুপ্রবেশকারী। একই হোটেল থেকে পাকড়াও ৭। বাংলা-ত্রিপুরা হয়ে অনুপ্রবেশ, দাবি পুলিশের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram