Bangladesh News:'অ্যাকশন নিক ভারত। ঢাকার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক দিল্লি',দাবি হাসিনা-পুত্রের
ABP Ananda LIVE: সেনা শাসনে অগ্নিগর্ভ বাংলাদেশ। ষড়যন্ত্রের নেপথ্যে আইএসআই। অ্যাকশন নিক ভারত। ঢাকার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক দিল্লি, দাবি শেখ হাসিনার ছেলের সজীব ওয়াজেদের।
ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা? এখনও দিল্লির সেফ হাউসে শেখ হাসিনা। এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন হাসিনা, খবর সূত্রের। আরও খবর, অশান্ত বাংলাদেশ সেনার দখলে, রাতভর অশান্তি, সংঘর্ষের খবর। একদিনে বাংলাদেশে নিহত ১৩৫। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার। রাতে শেরপুর জেলে হামলা জনতার, জেল ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। উধাও হওয়া বন্দিদের মধ্যে আছে অন্তত ২০ জন জঙ্গি, খবর সূত্রের। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলোয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন ।