Sare Sattai Saradin: 'শান্তি ফিরে আসুক', বাংলাদেশের হিংসায় প্রযোজকের মৃত্যুর পর বললেন দেব।

Bangladesh Violence: উত্তাল, অশান্ত, উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh News)। গতকালই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশের শাসনব্যবস্থার রাশ এখন সেনাবাহিনীর হাতে। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর দৃশ্য এসেছে প্রকাশ্যে। গণভবনে তাণ্ডব থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, রাতে খবর মেলে কোথাও পুড়িয়ে মৃত্যুর খবর, কোথাও গণপিটুনিতে মৃত্যু। ওপার বাংলার প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকেও পিটিয়ে খুনের খবর প্রকাশ্যে আসে। সেলিম খান (Selim Khan Death), এদেশের তারকা অভিনেতা প্রযোজক দেবের (Dev) সহ-প্রযোজকও বটে। সেই বিষয়ে কী বলেন অভিনেতা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola