Bangladesh Violence: বাংলাদেশে জ্বালানো হল প্রাক্তন ক্রিকেট অধিনায়কে বাড়ি, খুন সন্তান-সহ প্রযোজক সেলিম খান !
Bangladesh Violence: উন্মত্ত জনতার হাতে খুন হতে হল বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। ফোকব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সব বাদ্যযন্ত্র। বাংলাদেশে এবার শিল্পীদের ওপর চলল নজিরবিহীন হামলা।
বাংলাদেশের এই ভাইরাল ভিডিও কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। রাস্তার ওপর সেতু থেকে এভাবেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। নৃশংসতায় কার্যত তালিবানকেও হার মানাচ্ছে বাংলাদেশের এই দুষ্কৃতীরা। সোমবার রাতে তাড়া করে খুন করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সেলিম খান। ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। সোমবার চাঁদপুরে পিটিয়ে খুন করা হয় দুজনকে। বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা 'শাপলা মিডিয়া'। দেবের মুক্তি না পাওয়া চর্চিত ছবি 'কমান্ডো'র সহ প্রযোজক এই সংস্থা। অশান্ত বাংলাদেশে খুন হলেন সেই সংস্থারই কর্ণধার। অভিনেতা দেব বলেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না এরকম কিছু একটা হতে পারে। কিন্তু যখন সত্যি শুনলাম এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। ABP Ananda LIVE