Bangladesh Violence: ভারতের স্বাধীনতার বছরে জন্ম শেখ হাসিনার, বাবা ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্য়তম রূপকার..

Continues below advertisement

Bangladesh Violence: লাগাতার আন্দোলনের জেরে, প্রধানমন্ত্রিত্ব এবং দেশ দু'টোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে এই পরিমাণ রাগ জমেছিল কেন? অনেকে বলছেন, পরপর নির্বাচনে ব্য়াপক কারচুপির অভিযোগ, ব্য়াঙ্কে দুর্নীতি, ঋণ খেলাপির পরিমাণ বৃদ্ধি হাসিনার সরকারকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তার মধ্য়ে ছাত্র আন্দোলনের প্রতি হাসিনার সরকারের মনোভাব ক্ষোভের বাঁধ ভেঙে দেয়।

তাঁর জন্ম ভারতের স্বাধীনতার বছরে ১৯৪৭ সালে। তাঁর বাবা শেখ মুজিবর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্য়তম রূপকার। কিন্তু অভিযোগ, সেই শেখ হাসিনার আমলেই নাগরিক স্বাধীনতার ওপর বারবার নেমে এসেছে কোপ। খর্ব হয়েছে নির্বাচনের যোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকারও। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন দাবানলের আকার নিয়েছে।তা জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। বাংলাদেশে একটানা ১৫ বছর রাজত্ব করেছেন শেখ হাসিনা। ABP Ananda LIVE 
 
 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram