Bangladesh Violence: ভয়ঙ্কর অভিজ্ঞতা বাংলাদেশ ফেরত কয়েকজনের! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কেউ গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। কেউ বাপের বাড়ি। সেখানে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে। এমনই অভিজ্ঞতা তুলে ধরলেন বাংলাদেশ ফেরত বেশ কয়েকজন। অন্যদিকে সীমান্ত রয়েছে কড়া নজরদারি।

নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে মাথায় রেখে, ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেই উত্তর এখনও অজানা। আর এই প্রেক্ষাপটেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দমদম ক্যান্টনমেন্টের এই দম্পতি। বাংলাদেশের বাগেরহাটে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। বাংলাদেশের বাগেরহাটের ইস্মিতা বক্সীর বিয়ে হয়েছে ভারতে। শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাতে। সপরিবারে গিয়েছিলেন বাবার বাড়ি। কিন্তু, সেখান থেকে যে এই দৃশ্য দেখে ফিরতে হবে তা স্বপ্নেও ভাবেননি।

অশান্ত বাংলাদেশের বহু মানুষ এখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাইছেন। শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে দেখা গিয়েছিল এই ছবি। ওই দিন রাতেই BSF তাঁদেরকে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু, তারপরও উদ্বেগ কাঠছে না  শীতলকুচির বাসিন্দারা।



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram