Bankers Protest: রাখির দিনে অভিনব পদ্ধতিতে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ

Continues below advertisement

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে অভিনব পদক্ষেপ। রাখিবন্ধনের দিনে পথে নামলেন এসবিআই অফিসার্স সংগঠনের সদস্যরা। আজ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স সংগঠনের পক্ষ থেকে সদস্যরা রাজ্য জুড়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্যে গৃহিত প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। সংগঠকদের অভিনব প্রতিবাদে সামিল শুধু সদস্যরা ছিলেন না, প্রচুর সাধারণ মানুষ, পথ চলতি সাধারণ মানুষও এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। আজকের দিনটি প্রতীকী হলেও, ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে এই প্রতিবাদ কিন্তু লাগাতার গত একমাস ধরে চলে আসছে। দেশের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ জোরালো হচ্ছে। যদিও এই বাদল অধিবেশনে এই বিল উত্থাপিত হয়নি। এদিন হাওড়ার একটি রক্তদান শিবিরে প্রায় ৭ হাজার সই সম্বলিত ইস্তেহার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক তথা আজ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিশার্স সংগঠনের রাজ্য কমিটির প্রেসিডেন্ট শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও কালীঘাট, শ্যামবাজার, মালদা, বারুইপুর, আসানসোল, খড়্গপুর, রায়গঞ্জ আরও অনেক জায়গায় এসবিআই অফিসার্স এসোসিয়েশন বেঙ্গল সার্কেলের সদস্যরা ছুটির দিনেও সাধারণ মানুষকে রাস্তায় নিয়ে এই কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram