Bank Fraud News: ব্যাঙ্ক প্রতারণা মামলায় SBI-এর চেয়ারম্যান সহ ৪ কর্তাকে সমন | ABP Ananda Live
ABP Ananda Live: ব্যাঙ্ক প্রতারণা মামলায় SBI-এর চেয়ারম্যান সহ ৪ কর্তাকে সমন। ৬ ফেব্রুয়ারি আলিপুর আদালতে হাজিরার নির্দেশ। '২০২১-এ সার্ভে পার্কে একটি গ্যারাজের ই অকশন করা হয়'। 'কয়েক লক্ষ টাকা জমা দিলেও মেলেনি গ্যারাজ, টাকাও ফেরায়নি SBI'। অভিযোগ করে আলিপুর আদালতে মামলা । সেই মামলায় SBI-এর চেয়ারম্যান সহ ৪ কর্তাকে সমন আদালতের।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন।
স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
মুসলমানদের সমস্যা হলেও এগিয়ে আসতাম একইভাবে। ১০টি এমন মামলায় লড়েছি, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। চাই সংহতি তুলে ধরতে। প্রতিক্রিয়া সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের।
ঘটনা হচ্ছে, যাতে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে না পারেন, তা নিশ্চিত করতে চট্টগ্রাম আদালতে একটা বড় অংশের আইনজীবীরাও সচেষ্ট। অভিযোগ, তাঁরা কোনওভাবেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আর্জির মামলাটি আদালতে উঠতেই দিচ্ছেন না। তাঁর হয়ে কাউকে সওয়াল করতে দিচ্ছেন না।
২৫ নভেম্বর সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির পরের দিন, ২৬ নভেম্বর তাঁকে যখন আদালতে পেশ করা হয়েছিল, তাঁর জন্য ৫১ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। তারপরেও তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। তারপর থেকে হিংসার শিকার হন আইনজীবীরাও। একজন আইনজীবীকে মারধর করা হয়। এক আইনজীবীর চেম্বারে ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হয়। চট্টগ্রাম আদালতের কোনও আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে দাঁড়ানোর সাহসই করলেন না।