Baranagar Death: বর্ষবরণের রাতে বেপরোয়া বাইকের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু যুবকের । Bangla News

Continues below advertisement

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদে বচসা। মৃত ১।  বরানগর (Baranagar) থানার অন্তর্গত বনহুগলির ঘটনা। স্থানীয়দের দাবি, একটি ক্লাবের সামনে ফাঁকা জায়গায় বর্ষবরণ (New Year 2022) করছিলেন ক্লাবের সদস্যরা। অন্যদিক থেকে দ্রুত গতিতে বাইক রাস্তায় আসে, আটকান ক্লাবের সদস্যরা। বচসা শুরু হয়। প্রতিবাদ করেন মৃন্ময় বোস নামে মৃত যুবক। তাঁকে ধাক্কা দেয় মত্ত অভিযুক্তরা, রাস্তায় পড়ে গেলে অন্যদিক থেকে আসা লরির ধাক্কায় মৃন্ময়ের মৃত্যু হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram