করোনা মোকাবিলায় ৫১ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই, একসঙ্গে লড়াই করার ডাক সৌরভের
Continues below advertisement
করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ৫১ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই। শনিবার সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দেশ যখন সঙ্কটে পড়ে, তখন দেশবাসীরাই এগিয়ে আসেন। ঘরে থেকে একসঙ্গে এই বিপর্যয় মোকাবিলার আহ্বান জানান সৌরভ।
Continues below advertisement
Tags :
Corona In West Bengal Cronavirus China Corona In Kolkata Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Corona Relief Fund Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Sourav Gangopadhyay BCCI President Sourav Ganguly Bcci