Behala Clash: 'পুলিশ খুব ভাল কাজ করেছে', বেহালাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার প্রসঙ্গে সলিল ভট্টাচার্য । Bangla News
Continues below advertisement
৫ দিনের মাথায় বেহালাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। গ্রেফতার মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। ঘটনার ৫ দিনের মাথায় গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত। হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার পর ৪ জায়গায় গা ঢাকা বাপনের। বালেশ্বর, দিঘা হয়ে হাওড়ার জয়পুরে বাপন।
বারবার মোবাইল ফোন, সিম বদল বাপনের, পুলিশ সূত্রে খবর। বাপনের সঙ্গে গ্রেফতার আরও ৬ জন, পুলিশ সূত্রে খবর। বাজেয়াপ্ত ধৃতদের মোবাইল ফোন, গাড়ি, পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে।
এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, এরা ওখানকার ক্রিমিনাল। এরা যে সেদিনের ঘটনাতে যুক্ত ছিল তার প্রমাণও যথেষ্ট আছে। পুলিশ খুব ভাল কাজ করেছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ TMC Clash এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Behala Clash CharakMela Issues Behala Tmc Clash বেহালা চড়কতলা এবিপি আনন্দ