যাদবপুর থানায় দায়ের ৩৫টি অভিযোগ, পেনশন অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ২০ হাজার টাকা, দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীর

Continues below advertisement
এটিএম কার্ড গ্রাহকের কাছে। অথচ টাকা তুলে নেওয়া হচ্ছে এটিএম থেকে। ক্রমশ ছড়াচ্ছে প্রতারণার জাল। যাদবপুরের পর এবার বর্ধমান। ফের এটিএম প্রতারণার অভিযোগ। যাদবপুর থানায় ২ দিনে দায়ের হয়েছে ৩৫টি অভিযোগ। অন্যদিকে, বর্ধমানের শাঁখারিপুকুর আবাসনের বাসিন্দা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী প্রণব চক্রবর্তীর অভিযোগ, তাঁর এসবিআই-তে পেনশন অ্যাকাউন্ট থেকে দু’দফায় তুলে নেওয়া হয়েছে ২০ হাজার টাকা। গ্রাহকের দাবি, এটিএম কার্ড সম্পর্কিত কোনও তথ্য তিনি কাউকে দেননি। এমনকি, ফোনে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্যও কাউকে জানাননি। গ্রাহকের দাবি, সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এটিএম কার্ড ক্লোন করে এক্ষেত্রে টাকা তোলা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram